প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ বাল্যবিবাহমুক্ত রাজারহাট উপজেলা ঘোষণার প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত

বাল্যবিবাহমুক্ত রাজারহাট উপজেলা ঘোষণার প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিবাহমুক্ত রাজারহাট উপজেলা ঘোষণার কর্মপরিকল্পনা পর্যালোচন ও প্রাথমিক ঘোষণার প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)প্রকল্পের আওতায় এবং আরডিআরএস বাংলাদেশ,সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান এর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন -কুড়িগ্রাম জেলার স্থানী সরকারের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম (সেলিম)।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা ফেরদৌসী (বেথী),রাজারহাট থানার ওসি তদন্ত মনিবুর ইসলাম, ৭ ইউপি চেয়ারম্যান,৭ ইউনিয়নের ইউপি সদস্যসহ অন্যানরা।