প্রচ্ছদ অর্থনীতি বাজেট ২০১৮-১৯: যেসব পণ্যের দাম কমছে

বাজেট ২০১৮-১৯: যেসব পণ্যের দাম কমছে

দশম জাতীয় সংসদের পঞ্চম এবং নির্বাচনের আগে শেষ বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে (২০১৮-১৯ অর্থবছরের) উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবারের বাজেটে দাম কমছে পাউরুটি, বনরুটি, হাতে তৈরি বিস্কুট, কেক, দেশীয় মোটরসাইকেল, প্লাস্টিক ও রাবারের চপ্পলের। এছাড়া ওষুধ শিল্পে কাঁচামাল আমদানিতে খরচ কমবে।

ব্যাংকিং খাতে করপোরেট কর কমানো হচ্ছে। ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে পারে সুদ হার। আরো কমবে কৃষিজমিতে রেজিস্ট্রেশনের খরচ।

এছাড়া কমবে এনার্জি সেইভিং লাইট, টমেটো সস, ফলের জুস, গুড়ো দুধ, শিশু খাদ্য, স্থানীয় পর্যায়ে তৈরি রেফ্রিজারেটর, এসি, মোটরসাইকেল ও আমদানিকৃত হাইব্রিড গাড়ি ও টায়ারের।

এর আগে জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠকে বাজেট ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।