প্রচ্ছদ খেলাধুলা বাংলাদেশের বিশ্বকাপ সূচি

বাংলাদেশের বিশ্বকাপ সূচি

আগামী বছরের ৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় আসরটির এবারের আয়োজক ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসের ১২টি আসরের মধ্যে এর আগে আরও চারবার আয়োজন করেছে দেশটি।এবারের আসরে রাউন্ড রবিন পদ্ধতিতে মোট ১০ দল অংশ নিচ্ছে। অর্থাৎ প্রতিটি দলই গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্বে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। আগামী ১৪ জুলাই শেষ চারের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।১৯৮৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে খেলে টাইগাররা। এরপর থেকে প্রতিবারই ক্রিকেট বিশ্বকাপ খেলে আসছে লাল-সবুজরা। সব শেষ ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় মাশরাফি বিন মুর্তজার দল।আইসিসি র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে থাকার কারণে এবারের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নেয় বাংলাদেশ দল। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সাকিব-তামিমরা। ২ জুলাই ভারতের বিরুদ্ধে রয়েছে ম্যাচ। ৫ জুলাই লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান। একনজরে দেখে নেবো বাংলাদেশের বিশ্বকাপ সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২ জুন দক্ষিণ আফ্রিকা  ওভাল
৫ জুন নিউজিল্যান্ড  ওভাল (দিবা-রাত্রি)
৮ জুন ইংল্যান্ড কার্ডিফ
১১ জুন শ্রীলঙ্কা ব্রিস্টল
১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ টন্টন
২০ জুন অস্ট্রেলিয়া নটিংহাম
২৪ জুন আফগানিস্তান সাউদাম্পটন
২ জুলাই ভারত বার্মিংহাম
৫ জুলাই পাকিস্তান লর্ডস