প্রচ্ছদ খেলাধুলা বাংলাদেশকে অভিনন্দন জানালেন কোহলি-রায়নারা

বাংলাদেশকে অভিনন্দন জানালেন কোহলি-রায়নারা

ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এশিয়া কাপের দলে ছিলেন না। ইংল্যান্ড সফরের ক্লান্তি দূর করতে বিশ্রামে রাখা হয় তাকে। তিনি ভারতের অধিনায়ক থাকলে এবং ভারত-বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের পরে কী বলতেন তা অবশ্য বলা যায় না। তবে কোহলি ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলায় বাংলাদেশ দলকে প্রশংসা করেছেন। এছাড়া সুরেশ রায়না এবং এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এক টুইট বার্তায় রোহিতদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘গতরাতে কঠিন এক ম্যাচ জেতার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। বাংলাদেশকেও অভিনন্দন। দারুণ লড়াই করেছে তারা।’ সুরেশ রায়না তার টুইট বার্তায় লেখেন, ‘রেকর্ড সাতটি এশিয়া কাপের শিরোপা জেতায় ভারতীয় দলকে শুভেচ্ছা। ভালো লড়াই করার জন্য তেজস্বী বাংলাদেশ দলের প্রতি শ্রদ্ধা।’

বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে শুরুতে দারুণ ব্যাটিং করে। কোন উইকেট না হারিয়ে তুলে ফেলে ১২০ রান। কিন্তু শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে তুলতে পারে মোটে ২২২ রান। ওই রানের পুঁজি নিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছে ভারতের বিপক্ষে। ভারতের শক্তিশালী ব্যাটসম্যানদের বড় ইনিংস গড়তে দেননি রুবেল-মুস্তাফিজরা। শেষ পর্যন্ত ভারত শেষ ওভারের শেষ বলে ৩ উইকেটের জয় পায়। আর তাই বাংলাদেশ দলকে কৃতিত্ব দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়া কাপে ভারতের অধিনায়কের দায়িত্বে থাকা রোহিত শর্মা বলেন, ‘বাংলাদেশ শুরুতে খুব ভালো ব্যাট করেছে। আমাদের শুরুতে চাপে ফেলে দেয় তারা। তাদেরকে অবশ্যই কৃতিত্ব দেবো। এমন ম্যাচের সঙ্গে আমাদের এর আগেও পরিচয় ঘটেছে। মিডল অর্ডারের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছি আমরা।’