প্রচ্ছদ সারাদেশ বরিশাল বিভাগ বরিশালে ৯ উপজেলার ৬টি’তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

বরিশালে ৯ উপজেলার ৬টি’তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

বরিশালের ৯ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৬জন।

শুক্রবার বেলা ১২টায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার শেষে বরিশালের ৯টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ২৭টি পদে ৫৩ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে ৬টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা হলেন গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, বাকেরগঞ্জে শামচুল আলম চুন্নু, মুলাদীতে তরিকুল হাসান মিঠু খান এবং বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু।

এছাড়া ৩টি উপজেলায় পুরুষ ও মহিলা সহ ৬জন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ৭টি উপজেলায় সব শেষ প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ৩৫ জন প্রার্থী। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালে আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।