প্রচ্ছদ খেলাধুলা ফুটবলে আসছে তিন পরিবর্তন

ফুটবলে আসছে তিন পরিবর্তন

পেনাল্টি শট,হ্যান্ডবল, ও বদলি খেলোয়াড় নামানোর নিয়ম পরিবর্তন নিয়ে আসছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ( আইএফএবি)।মেসির সৌজন্যে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। সেল্টা ভিগোর বিপক্ষে সেই ম্যাচে পেনাল্টি শট নেয়ার সময় পাস দিয়ে গোল করান সুয়ারেজকে দিয়ে।নতুন নিয়মে এইভাবে আর গোল করা দেখতে পারবে না দর্শকরা। বিখ্যাত সংবাদ মাধ্যম টেলিগ্রাফকে আইএফএবি জানায়, এবার থেকে পেনাল্টি নেয়ার সময় একবার শট নেয়ার পর বলটি ডেড ঘোষণা করা হবে।শট নেয়ার পর যদি গোলরক্ষক বলটি ঠেকিয়ে দেয় কিংবা পোস্টে লেগে ফেরত আসে তবে পুনরায় শট নিতে পারবে না কেউ। বলটি ডেড বলে গণ্য হবে এবং গোল কিক মারার জন্য গোলরক্ষককে দেওয়া হবে।হ্যান্ডবলের উপরও নতুন নিয়ম আরোপ করা হয়েছে। এই নিয়মে কোনও খেলোয়াড় ইচ্ছাকৃত ভাবে হ্যান্ডবল করলেই শুধু রেফারি বাঁশি বাজাবেন। কিন্তু এখানে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত নির্ধারণের মাপকাঠি স্পষ্ট ভাবে উল্লেখ নেই। মাঠের রেফারিই সিদ্ধান্ত নিবেন কোনটি স্বাভাবিক ও কোনটি অস্বাভাবিক।অন্যদিকে পরিবর্তিত হচ্ছে খেলোয়াড় পরিবর্তনের চলমান নিয়ম। বদলী খেলোয়াড় নামানোতে সময় নষ্ট করা যাবে না এখন থেকে। বদলী খেলোয়াড় হেঁটে হেঁটে নয় বরং দৌড়ে মাঠ ছাড়তে হবে বলে জানায় আইএফএবি।মূলত ম্যাচে ভালো অবস্থায় থাকা দল যেন খেলোয়াড় পরিবর্তনে সময় ক্ষেপণ করতে না পারে তাই ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।তবে কবে থেকে এই নিয়মগুলো কার্যকর হবে সেই বিষয়ে বলা হয়নি বিবৃতে।