প্রচ্ছদ খেলাধুলা ফলোঅনে পড়ে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

ফলোঅনে পড়ে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনের প্রথম সেশনেই অল আউট হয়ে আবার প্রথম সেশনেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান আর মেহেদী মিরাজের বোলিং তোপে ফলোঅনের লজ্জা পেতে হলো ক্যারিবীয়দের।১৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনও দলকে ফলোঅনে ব্যাটিং করিয়েছে বাংলাদেশ।আজ তৃতীয় দিনের প্রথম সেশনে প্রথম ঘণ্টায় পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১১১ রান পর্যন্ত তুলতে পারে সফরকারীরা।গতকাল দ্বিতীয় দিনে ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ক্যারিবীয়রা। তৃতীয় দিনে এসে সেটারই পুনরাবৃত্তি হলো আবার।সাকিব নেন ৩ উইকেট, মিরাজ নেন ৭ উইকেট। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রান থেকে ৩৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা।
কিন্তু তাতেও ভাগ্য বদলালো না ক্যারিবীয়দের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও একই দশা তাদের।এরই মধ্যে ২৩ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। দুই ওপেনারের এক উইকেট নিয়েছে সাকিব আর অন্যটি মিরাজ। কাইল আমব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছে তাইজুল ইসলাম।
এখনও পর্যন্ত সফরকারীরা পিছিয়ে আছে ৩৭২ রানে। জিততে হলে বাংলাদেশের দরকার ৭ উইকেট।