প্রচ্ছদ খেলাধুলা ফরাসি ম্যাগাজিনের গবেষণায় সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

ফরাসি ম্যাগাজিনের গবেষণায় সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর গবেষণায় সেরা ক্লাবের মর্যাদা কুড়ালো রিয়াল মাদ্রিদ। কয়েকটি মানদ-ের ভিত্তিতে করা হয় গবেষণা। যেমন- খেলোয়াড়, টেলিভিশনের দর্শক, সামাজিকমাধ্যমে অনুসরণকারীর সংখ্যা, আয়-ব্যয়, বাজারমূল্য ও ক্লাবের ঐতিহ্য। এতে ১৮৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। গত ছয় ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের চারটিতেই শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট মাদ্রিদিস্তারা। যেটি গবেষণায় ঐহিত্যগত গুরুত্ব হিসেবে দেখা হয়েছে। রিয়ালের চেয়ে মাত্র ৭ পয়েন্ট কম নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তিন নম্বরে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের পয়েন্ট ১৫১। সেরা দশ ক্লাবের মধ্যে একমাত্র ফ্রেঞ্চ ক্লাব হিসেবে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৯৪ পয়েন্ট নিয়ে তালিকায় সাত নম্বরে আছে ফরাসি ক্লাবটি। জার্মান বুন্দেসলিগায় টানা ছয়বারের চ্যাম্পিয়ন বার্য়ান মিউনিখ ১৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। পাঁচবার ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস আছে ছয় নম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল ছাড়াও সেরা দশ ক্লাবের মধ্যে আছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। মোট ৮৫টি ক্লাবকে নিয়ে গবেষণা করে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন।