প্রচ্ছদ জাতীয় প্রাথমিক নিয়োগে সাইন্স গ্র্যাজুয়েটদের ২০ শতাংশ পদ থাকবে

প্রাথমিক নিয়োগে সাইন্স গ্র্যাজুয়েটদের ২০ শতাংশ পদ থাকবে

বিজ্ঞান বিষয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ২০ শতাংশ পদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সংরক্ষিত থাকবে।  আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।

প্রাথমিকের সচিবকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক স্কুলগুলোতে গণিত শিক্ষকদের সংকট কাটানোর অংশ হিসেবে এই নিয়োগ দেয়া হবে।  স্কুলের শিশুদের খেলতে খেলতে গণিত শেখানোর পরামর্শ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম।  অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।