প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ তথ্য প্রযুক্তিখাত সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে- স্পিকার

প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ তথ্য প্রযুক্তিখাত সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে- স্পিকার

বখতিয়ার রহমান, পীরগঞ্জ( রংপুর) ঃ বাংলাদেশ জাতীয় সংসদের ¯িপকার ও রংপুর – ৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ তথ্য প্রযুক্তিখাত সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে । আজ পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন বিদ্যালয়ে ডিজিটাল ক¤িপউটার ল্যাব স্থাপন করা হয়েছে । যাতে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে বাংলাদেশ আজ ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশ করেছে বলেই সকলে মোবাইল ফোন , আইফোন ব্যবহার করছে ।
পীরগঞ্জের বিভিন্ন এলাকার উন্নয়নমুলক পথসভা ও গণসংযোগ কর্মসুচীর দ্বিতীয় দিনে ২৩ সেপ্টেম্বর রোববার বড়দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া কে,পি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভায় ¯িপকার এ কথাগুলি বলেন ।
পীরগঞ্জের উন্নয়ন স¤পর্কে বলতে গিয়ে ¯িপকার তার বক্তব্যে বলেন,পীরগঞ্জ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আসন বলেই পীরগঞ্জের কোন ইউনিয়ন উন্নয়ন থেকে পিছিয়ে নেই , যোগাযোগ ব্যবস্থা, স্কুল-কলেজ সহ বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামোর উন্নয়ন ও পীরগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে । আর এ ধারা রাখার জন্য জনগনের সহযোগীতা প্রয়োজন ।
বড়দরগাহ ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম দুলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সময় সল্পতার কারনে বক্তব্য দেয়ার সুযোগ না থাকলে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়াদাত হোসেন বকুল, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, বড়দরগাহইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক মন্ডল সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরে ¯িপকার বড়দরগাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা প্রয়াত ইমদাদুল হকের স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন । ¯িপকার এ দিন এর আগে ছোট মির্জাপুর, মথুরাপুর ও ভীমশহর উচ্চ বিদ্যালয়, ভেন্ডাবাড়ী গোলচত্তরে পৃথক পথসভায় ও ভেন্ডাবাড়ী মহিলা কলেজে অনুষ্ঠিত এক মা সমাবেশেও প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন । ¯িপকার গত ২২ সেপ্টেম্বর শনিবার দু’দিনের সফরে পীরগঞ্জে আসেন এবং শনিবার কুতুবপুর মাদ্রাসা মাঠে এক পথসভায় প্রধান অতিথী সিবে বক্তব্য রাখেন এবং পীরগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের ভিত্তিফলক উম্মোচন করেন ।