প্রচ্ছদ আজকের সেরা সংবাদ প্রথমে সহিংসতা থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমে সহিংসতা থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্যান্য নির্বাচনের তুলনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমদিকে সহিংসতার মাত্রা কিছুটা বেশি থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কমার্স কলেজে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেয়ার আগে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রার্থীদের মধ্যে মতবিরোধ বা আদর্শগত অমিল থাববেই। এজন্যেই মাঝে মাঝে একটু উত্তেজনার সৃষ্টি হয়। এইবার সহিংসতার মাত্রাটা প্রথম দিকে একটু বেশি লক্ষ্য করেছি। তারপর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিভিন্ন জায়গায় হামলা করছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

এ সময় নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কয়েকজন জেলা প্রশাসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই এর আসল রহস্য জানা যাবে।