প্রচ্ছদ খেলাধুলা প্রতিপক্ষ জিম্বাবুয়ে, যা বললেন মাশরাফি

প্রতিপক্ষ জিম্বাবুয়ে, যা বললেন মাশরাফি

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টাইগাররা। তবে শক্তির বিচারে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না টিম বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবারের সিরিজকে এশিয়া কাপের মতোই সমান চ্যালেঞ্জিং মনে করছেন তিনি।

শনিবার প্রস্তুতি সেরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অনেক দিন পর হোমে খেলতে নামছি। অবশ্য সবাই আত্মবিশ্বাসী। সাকিব-তামিম থাকবে না এটা আগে থেকেই সবাই জানে। সেভাবেই সবাই প্রস্তুতি নিয়েছে। সবাই সেভাবে পারফর্ম করার জন্য সেরা প্রস্তুতি নিয়েছে। কালকের খেলায় আশা করি সবাই যেটা চাচ্ছে সেটা করতে পারবে।’

মাশরাফি আরও বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই প্রত্যেক ম্যাচে যেটা থাকে সেটাই। সবার প্রত্যাশা যেটা আমরা জিতবো…। জেতার আশা যেটা সবাই করছে সেটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয় অন্য দলের বিপক্ষে যে চ্যালেঞ্জটা ছিল, এমনকি এশিয়া কাপে যেমন চ্যালেঞ্জ ছিল এখানেও সেটাই থাকবে।’