প্রচ্ছদ জাতীয় পোশাক শিল্পের বেতন পার্থক্য এখনও উদ্বেগজনক: সিপিডি

পোশাক শিল্পের বেতন পার্থক্য এখনও উদ্বেগজনক: সিপিডি

বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, সাম্প্রতিক বছরে নারী এবং পুরুষ শ্রমিকদের মধ্যে মজুরি বৈষম্য কমলেও, বেতন পার্থক্য এখনও উদ্বেগজনক।

আজ বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি আরও জানায়, রানাপ্লাজা পরবর্তী সময়ে পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নতির জন্য গৃহীত কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক নয়। বেশিরভাগ উদ্যোগ শুধু কর্মস্থলের নিরাপত্তাকেন্দ্রিক। দেশের ৯৭.৫ ভাগ কারখানায় কোন ট্রেড ইউনিয়ন নেই। যেগুলা আছে, তারা কার্যত দুর্বল অথবা অকার্যকর।

সিপিডি আরও জানায়, কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কমেছে। ৯৩ ভাগ শ্রমিক কারখানায় হয়রানির শিকার হয় না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।