প্রচ্ছদ আর্ন্তজাতিক পুতিনকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ ট্রাম্পের

পুতিনকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে আগামী শরতে পুতিনের এই সফর হতে পারে বলে বৃহস্পতিবার এক টুইটার বার্তায় জানিয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

সারাহ স্যান্ডার্স জানান, পুতিনের এই সফর সম্পর্কে আলোচনা ইতোমধ্যে চলছে।

এর আগে মার্কিন জনগণকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি রাশিয়াকে দেওয়ার পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার ফিনল্যান্ডের হেলসিংকিতে পুতিন ও ট্রাম্পের মধ্যে এক বৈঠক হয়। তবে বৈঠকে তারা কী আলোচনা করেছেন সে বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি। তবে পুতিনকে রাশিয়ায় ট্রাম্পের নিমন্ত্রণ সম্পর্কে রাশিয়া এখনো মুখ খুলেনি।

হেলসিংকির ওই ট্রাম্প-পুতিন বৈঠক যুক্তরাষ্ট্রে বেশ বিতর্কের জন্ম দেয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজ দেশের গোয়েন্দা সংস্থার সমালোচনা করে বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোনো কারণ দেখেন না। পরে অবশ্য তার সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।

তবে বৃহস্পতিবার ট্রাম্প জানান, হেলসিংকিতে পুতিন ও তার বৈঠক ছিল ‘বড় ধরনের সফলতা’ এবং তিনি পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠকের জন্য অপেক্ষা করছেন।

তথ্য : বিবিসি