প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ পান্তা-ইলিশ বিক্রির লাভের টাকা ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য ব্যয়

পান্তা-ইলিশ বিক্রির লাভের টাকা ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য ব্যয়

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : বর্ষবরণের সাথে সাথে নতুন প্রত্যয়ে, নতুন সংকল্পে জাগরিত হয়েছে সকল দেশবাসী। বাঙালির এই মহোৎসবে নড়াইলেও নানা আয়োজনে বর্ষবরণ উৎসবের শুরু হয়েছে। রবিবার ছিল পহেলা বৈশাখ। বঙ্গাব্দ ১৪২৬ সনের প্রথম দিন। এরমধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে এক ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করেছিল সামাজিক সংগঠন নড়াইল ভলান্টিয়ার্স। পহেলা বৈশাখে নড়াইল ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে পান্তা ইলিশ বিক্রি করা হয়। নড়াইল ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদাত রহমান সাকিব জানান, পান্তা ইলিশ বিক্রি থেকে অর্জিত মুনফাটার একটি অংশ সংগটনের ফান্ডে সংযুক্ত হবে এবং আর একটি অংশ ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য ব্যয় করা হবে। সাদাত সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নড়াইল ভলান্টিয়ার্সের প্রতিটি সদস্যরা না থাকলে হয়তো এত ভালো আয়োজন করা সম্ভব হতো না।