প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন

পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ৩টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের জন্য চার শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে।

যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো নৌরুট পারাপার করা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক পারাপারও স্বাভাবিক রয়েছে। কিন্তু সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার সাময়িকভাবে বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছেন এসব পরিবহনের চালক ও শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে। বাকি ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।