প্রচ্ছদ খেলাধুলা পাকিস্তানের নেতৃত্বে শোয়েব, জায়গা হয়েছে আকমলের

পাকিস্তানের নেতৃত্বে শোয়েব, জায়গা হয়েছে আকমলের

বিশ্বকাপের আগে কোনোরকম ঝুঁকি নিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই দলের বেশিরভাগ নিয়মিত খেলোয়াড়কে দেয়া হয়েছে বিশ্রাম। এই তালিকায় আছেন অধিনায়ক সরফরাজ আহমেদও। তার বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের নেতৃত্ব দিবেন শোয়েব মালিক।

আগামী ২২ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইতে অনুষ্ঠিত হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।এই সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।আরব আমিরাতে চলছে পাকিস্তান সুপার লিগ। এখানে ভালো পারফর্ম করাদের জায়গা দেয়া হয়েছে ১৬ সদস্যের দলে।

দীর্ঘ দুই বছর পর দলে ফিরেছেন উইকেট রক্ষক- ব্যাটসম্যান উমর আকমল। জায়গা হয়েছে পেসার জুনাইদ খানের।বিশ্রাম দেয়া হয়েছে সরফরাজ সহ বাবর আজম, শাহীন আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও হাসান আলীকে।

১৬ সদস্যের দলে আছেন-

শোয়েব মালিক (অধিনায়ক), আবিদ আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মো: আব্বাস, মোহাম্মদ আমির, মো: হাসানাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), সাদ আলী, শান মাসুদ, উমর আকমল, উসমান শেনওয়ারী ও ইয়াসির শাহ।