প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ‘পরিষ্কার বলছি, আমরা শপথ নিচ্ছি না’

‘পরিষ্কার বলছি, আমরা শপথ নিচ্ছি না’

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের জোট থেকে বিজয়ীরা শপথ নিচ্ছেন না।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, শপথ নেয়ার প্রশ্নই ওঠে না। আমরা পরিষ্কার বলছি, আমরা শপথ নিচ্ছি না।’

এর আগে সেখানে ঐক্যফ্রন্টের প্রার্থীরা বৈঠক করেন। বৈঠকে শপথ না নিয়ে প্রধান নির্বাচন কমিশনকে (ইসি) স্মারকলিপি এবং নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে নিজ নির্বাচনী আসনের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে যাচ্ছি। ৩০ ডিসেম্বর জনগণের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে নিষ্ঠুর প্রতারণা করা হয়েছে। ইতোমধ্যে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি। আমাদের প্রার্থীদের এই প্রতিবাদ এবং নির্বাচন প্রত্যাখ্যানের চিঠি সংবলিত স্মারকলিপি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং তা বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি করছি। প্রত্যেক প্রার্থী ট্রাব্যুনালে তাদের অভিযোগ এবং নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে মামলা করবেন।’