প্রচ্ছদ আজকের সেরা সংবাদ পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ, ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়। কমিটির সভা শুরুর আগেই দেশের বিভিন্ন স্থান থেকে জিলহ্জ মাসের চাঁদ দেখার খবর আসে। পরে কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মন্ত্রী বলেন, আজ ১২ আগস্ট রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। আগামী ১০ জিলহজ, ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ।

এর আগে গতকাল শনিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগের দিন, অর্থাৎ ২০ আগস্ট।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারি করে ঈদের দিন ঘোষণা করেছেন।