প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ পদ্মায় স্পিডবোট ডুবি; নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

পদ্মায় স্পিডবোট ডুবি; নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ শিশু আমির হামজা (৬) ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ নিয়ে মোট তিনজনের লাশ উদ্ধার হল।

গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে চলাচল করতে গিয়ে কাঁঠালবাড়ী ঘাটের কাছে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোটটি ডুবে যায়। এ দুর্ঘটনায় মো. মুরাদ নামের এক যুবককে গুরুতর আহতাবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ সময় শিশু আমির হামজাসহ আরো এক ব্যক্তি নিখোঁজ হন।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আমির হামজা শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের ইমরান ফরাজীর ছেলে। দুর্ঘটনায় নিহত শিশুটির বাবা, মা ও ভাই আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, স্পিডবোট দুর্ঘটনা যাতে আর না ঘটে এ ব্যাপারে সর্তক রয়েছে প্রশাসন।