প্রচ্ছদ জাতীয় নয়াপল্টনের সংঘর্ষ ফৌজদারি অপরাধ: ইসি সচিব

নয়াপল্টনের সংঘর্ষ ফৌজদারি অপরাধ: ইসি সচিব

গত ১৪ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা ফৌজদারি অপরাধ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘গত ১৪ তারিখ নয়াপল্টনের ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। গতকাল পুলিশ আমাদের প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের ভিডিও, স্থিরচিত্র, অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে কমিশন সভা মনে করে এটা ফৌজদারি অপরাধ।’

তিনি বলেন, পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তে ইসি কোনো বাধা দেবে না এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশনাও দেওয়া হয়েছে।