প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ নড়াইলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছে নড়াইলবাসী

নড়াইলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছে নড়াইলবাসী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে ধন্যবাদ জ্ঞাপন করেছে নড়াইলের সর্বস্তরের জনগণ। সবার ধারণা পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করার কারণে এবারের দুর্গাপূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার (২০ অক্টোবর) সকালে নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়ের নিকট এসব কথা বলেন। জানা গেছে, ধর্ম যার যার, উৎসব সবার- এই আদর্শে বিশ্বাসী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। আর তাই সাম্প্রদায়িকতা পরিহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে পূজা চলাকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য কড়া নির্দেশ দেন। তাঁর নির্দেশ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্ব পালন করে। এ বছরের দুর্গাপূজায় নড়াইলের বেশ কয়েকটি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। পূজা মন্ডপের সংখ্যা বেশি হওয়ায় পূজারী, ভক্ত ও দর্শকের সংখ্যা ছিল এবার দেখার মতো। এতো মানুষ এক সঙ্গে থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ভেবে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশেরাও ছিল বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত। তাদের উপস্থিতির কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই সাথে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের দুর্গাপূজা উদযাপন করতে পেরেছে সফলভাবে। নারীরাও নিরাপদে পূজা মন্ডপ পরিদর্শনসহ সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে। আর নড়াইলেল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর এ ধরনের মহতী উদ্যোগে এবারে নড়াইলে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছে নড়াইলবাসী। নড়াইলের বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বীরা জানান, নড়াইলের বর্তমান পুলিশ সুপার একজন ভালো মানুষ। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তিনি যে সকল উদ্যোগ গ্রহণ করেন সেগুলি সত্যিই প্রশংসার দাবিদার। যার প্রমাণ এবারের দুর্গাপূজায় পাওয়া গেছে। নিজে গিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, অসহায়-দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নারীদের সুরক্ষার মতো মহৎ কাজ করায় সকলে প্রাণভরে আশীর্বাদ করেছে তাঁকে। নড়াইল জেলার মানুষ এমন একজন মহৎপ্রাণ মানুষের সান্নিধ্য পেয়ে গর্বিত বলেও মনে করছেন অনেকে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু চক্র বিভিন্ন ঝামেলা ও গ-গোল পাকানোর চেষ্টা করে। এবার যাতে এ ধরনের কাজ কেউ না করতে পারে এ জন্য পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও আমি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা উপলব্ধি করেছি। ভবিষ্যতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এরূপ নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।