প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ নড়াইলের ইয়াবাহসহ একাধিক মামলার পলাতক আসামী আটক!

নড়াইলের ইয়াবাহসহ একাধিক মামলার পলাতক আসামী আটক!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পপিএম) এর গোপন সংবাদের ভিতিতে একাধিক মামলার আসামীকে ৪৮ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ টিম। গতকাল (শুক্রবার) গভীর রাতে নড়াইলের নাকশী বাজার থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির হলেন, নড়াইল সদর উপজেলাধীন আউড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের মোঃ আলমগীর মুন্সির ছেলে মোঃ শামিউল মুন্সি। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর নির্দেশে ডিবি পুলিশের এসআই তাহিদুর রহমান এর নেতৃত্বে এএসআই দুরন্ত আনিচ, এএসআই রাজ্জাক, নাহিদ, কন্সটবল মফিজুর ও নারায়নকে নিয়ে একটি চৌকশ টিম গঠন করে নাকশী বাজারে অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদের তথ্য মতে শামিউল মুন্সিকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশী করলে তার নিকট ৪৮ পিচ ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা মাদ্রাসা থেকে ৪৮ পিচ ইয়াবা সহ শামিউল মুন্সিকে আকট করা হয়। তার বিরুদ্ধে নড়াইল সদর থানা বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পপিএম) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ২৭ ডিসেম্বর থেকে মাদকের নতুন আইন কার্যকর হয়েছে (যাবজ্জীবন অথবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড) ঘোষনা করায় ইয়াবা, হিরোইন, কোকেন, প্যাথেডিন জাতীয় মাদক দ্রব্য বিক্রেতাকারী ও সেবনকারীদের কোন রকম ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন শামিউলের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।