প্রচ্ছদ আর্ন্তজাতিক নিলামে উঠছে সৌদি বিলিয়নিয়র সানেয়ারের সম্পদ

নিলামে উঠছে সৌদি বিলিয়নিয়র সানেয়ারের সম্পদ

ঋণ খেলাপির দায়ে সৌদি আরবের ধনকুবের মান আল সানেয়ারের সম্পদ নিলামে তুলতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ২ ডিসেম্বর নিলামে উঠতে পারে তার নামে থাকা সব সম্পদ। এর মধ্যে রিয়েল এস্টেট কোম্পানিও রয়েছে।

মান আল সানেয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত সাময়িকী ফোর্বসের ১০০ জন বিলিয়নিয়রের তালিকায় ছিলেন।

সৌদি আরবের পূর্ব প্রদেশ খোবার শহরে অক্টোবরের শেষ সপ্তাহে ওই বিলিয়নিয়ারের সম্পদ নিলাম উঠানোর কথা থাকলেও ঋণদাতাদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় নিলামের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ।

ঋণ খেলাপের দায়ে গত বছর তাকে আটক করা হয়। ২০০৯ সালে তার কোম্পানি সাদ গ্রুপ ঋণে পড়লে তা আর পরিশোধ করেনি।

ঋণদাতা দীর্ঘ নয় বছর ধরে টাকা পরিশোধের জন্য সাদ গ্রুপকে সময় দিয়ে আসছে। কিন্তু সেই পাওনা টাকা এখন পর্যন্ত পরিশোধ করেনি ওই কোম্পানি। চলমান এই ঋণ বিতর্ক সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী ঋণ বিতর্ক।