প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন : কাদের সিদ্দিকী

নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন : কাদের সিদ্দিকী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের বর্ধিত সভা শেষে এ দাবি জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন কোনো দিন আর আসবে না, যে জনগণের সত্যিকার ভোটে আওয়ামী লীগ কখনও জয়ী হতে পারবে। এরকম দিন আর আওয়ামী লীগ কখনই খুঁজে পাবে না। তাই সরকারের উদ্দেশে বলতে চাই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করার পক্ষে না। কারণ নির্বাচন কমিশন, বিচার বিভাগ তাদের (সরকারের) আজ্ঞাবহ হিসেবে পরিচয় দিয়েছে। তাই ট্রাইব্যুনালে হয়তো তারা বসেই আছে মামলা যথাযথভাবে উপস্থাপন হয়নি, এই বলে খারিজ করে দেবে। এজন্য মামলা করার পক্ষপাতি নই আমরা।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কৃষক শ্রমিক জনতা লীগ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান তিনি।