প্রচ্ছদ রাজনীতি নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির ৭ পরাজিত প্রার্থীর মামলা

নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির ৭ পরাজিত প্রার্থীর মামলা

বিএনপির সাত পরাজিত প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এবং প্রার্থীদের বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন।বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিভাগের বিএনপির প্রার্থীদের মামলাগুলোর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, গতকাল ও আজ বুধবার (১২ ও ১৩ ফেব্রুয়ারি) দুইদিনে সাতটি মামলা হয়েছে। বৃহস্পতিবার আরও পাঁচজনের মামলা দায়ের করা হবে।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝিনাইদহ-৪ আসন থেকে সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বুধবার বরিশাল-১ আসনের জহিরউদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসন থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ থেকে আবদুল হাই ও ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম বাদী হয়ে মামলা করেন।

আদালত সূত্র আরও জানায়,  বৃহস্পতিবার মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম শান্ত, নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্যাহ নবী এবং ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি মামলা করতে পারেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাতটি আসন থেকে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। আইনের যতগুলো বিধান আছে, তার সবটুকুই দলীয়ভাবে ব্যবহার করা হবে।প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনের ৪৫ দিনের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হয়।