প্রচ্ছদ আর্ন্তজাতিক নারীদের গাড়ি ভাড়া না দিলে শাস্তি, সৌদি আরবে নতুন আইন

নারীদের গাড়ি ভাড়া না দিলে শাস্তি, সৌদি আরবে নতুন আইন

নারীদের গাড়ি ভাড়া না দিলে মালিকদের শাস্তির বিধান রেখে আইন করেছে সৌদি আরব  সরকার। এরই মধ্যে দেশটির ‘পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি’ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। খবর আল -হায়াতের।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসছে, গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নারীদেরকে উপেক্ষা করা হয় এবং নারীদের বিশাল অংশ এ ব্যাপারে একটা বিহিত করার আবেদনও জানিয়েছে।

এজন্য শৃঙ্খলার স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছে, নারীদের গাড়ি ভাড়া না দিলে মালিকপক্ষকে শাস্তির সম্মুখীন করা হবে।

এ প্রসঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির মুখপাত্র আব্দুল্লাহ সায়িল আল-মুতাইরি জানান, ড্রাইভিং লাইসেন্স ও নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও মালিকপক্ষ নারীদের গাড়ি ভাড়া না দেওয়ার কোনো কারণ আমার বোধগম্য নয়। এ ক্ষেত্রে কোনো অজুহাত ছাড়াই যদি নারীকে গাড়ি ভাড়া না দেওয়া হয় তাহলে মালিকপক্ষকে ১ হাজার রিয়াল জরিমানা করা হবে।