প্রচ্ছদ রাজনীতি নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল, ফারুকের ঝুলন্ত

নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল, ফারুকের ঝুলন্ত

ঢাকা-১৭ আসনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যরিস্টার নাজমুল হুদাসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) সহ দু’জনের মনেয়ানয়নপত্র ঝুলে আছে।

এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ বিভিন্ন দলের ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ অন্য প্রার্থীরা হলেন আব্দুল কাদের খান (আওয়ামী লীগ), রুহুল আলম চৌধুরী (বিএনপি), আমিনুল্লাহ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আলী হায়দার (পিডিপি), আহসান হাবীব (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল), মাসুম মো. মহসিন (জেএসডি), একেএম সাইফুর রশীদ (বিকল্প ধারা), ফরহাদ হাল (বিএনপি), ওয়াখিল উদ্দিন (স্বতন্ত্র), আবুল কালাম আজাদ (বিএনএফ), রাশিদুল হাসান (জাকের পার্টি)।

স্থাগিত করা প্রার্থীরা হলেন আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)- আওয়ামী লীগ, নজরুল ইসলাম (জেএসডি)।

বাতিল করা প্রার্থীরা হলেন ব্যারিস্টার নাজমুল হুদা (মনোনয়ন ফরমে নিজ দলের নাম বা স্বতন্ত্র প্রার্থী কোনটিই উল্লেখ নাই), মো. নাসির (স্বতন্ত্র) ভুয়া ভোটার স্বাক্ষর, আরিফুল হক ইস্টার্ন (বিকল্প ধারা) ঋণখেলাপি, ইনামুল হক (স্বতন্ত্র) ঋণখেলাপি, শওকত আজীজ (বিএনপি) ঋণখেলাপি), লেলিন চৌধুরী (স্বতন্ত্র), মেজর (অব.) মামুনুর রশীদ (স্বতন্ত্র)- ভুয়া ভোটার স্বাক্ষর, আনিসুজ্জামান খোকন (স্বতন্ত্র), মো. আব্দুর রহিম- স্বতন্ত্র (ভুয়া ভোটার স্বাক্ষর), রুবেল আজীজ (আওয়ামী লীগ)- ঋণখেলাপি, শামসুল হুদা চৌধুরী-স্বতন্ত্র (ভুয়া ভোটার স্বাক্ষর)।