প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ নরসিংদী-৫ রায়পুরা আসনে ৪ দলে ২৯ মনোনয়ন প্রত্যাশী

নরসিংদী-৫ রায়পুরা আসনে ৪ দলে ২৯ মনোনয়ন প্রত্যাশী

নরসিংদী(রায়পুরা)থেকেঃ তন্ময় সাহা : নরসিংদী -৫ রায়পুরায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩ সাংসদীয় আসনে উৎসব মুখর পরিবেশ দৃষ্টি নন্দিত। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন এলাকায় গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা।
বিগত নির্বাচনের চেয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নেতাদের আগ্রহ, উদ্দীপনায় দৃষ্টি কেড়েছে সর্বত্র।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনটি গিরে চার দলের মোট ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
তাড়া হলেন, আওয়ামীলীগ থেকে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, তাঁর ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সদস্য সালাহউদ্দিন আহমেদ বাচ্চু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ সামছুল হক, বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ কমিটির সহ সম্পাদক ড: মাসুদ পথিক।

বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. একে নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এন জামান, সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাবেক যুবদলের সভাপতি ফজলুর রহমান, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহ আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, আরাফাত রহমান কুকু যুব ও ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার হোসেন ভূঁইয়া ইতু, সাবেক হুইপ মরহুম মাঈউদ্দিন ভূইয়ার ছেলে রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, নরসিংদী জেলা যুব দলের সভাপতি মহসিনুল হক বিদু্ৎ, উপজেলা বিএন পির সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, আলী রেজা রিপন, প্রবাসী সাংবাদিক আজিজুল হক, বিএনপি নেতা ফিরোজ আল মামুন।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য প্রকৌশলী শহীদুল ইসলাম, কেন্দ্রীর জাতীয় পার্টির মহিলা কমিটির সহ-সভাপতি হেনা খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সদস্য ও সাবেক ছাত্র নেতা মো:মনির হোসেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নরসিংদী জেলা শাখার সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতী আব্দুল মোমেন প্রমূখ।