প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নতুন মাদকদ্রব্য আইনে মোবাইল কোর্টেও শাস্তির বিধান

নতুন মাদকদ্রব্য আইনে মোবাইল কোর্টেও শাস্তির বিধান

নতুন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর কয়েকটি ধারার অপরাধের শাস্তি মোবাইল কোর্টের মাধ্যমে দেওয়া হবে। এ জন্য আইনের যেসব অপরাধের কারাদণ্ড ২ বছর পর্যন্ত -এমন কয়েকটি ধারা ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর তফসিলে যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

মোবাইল কোর্ট আইনের তফসিলে পুরোনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরিবর্তে নতুন আইনের ৩৬ ধারার সারণির ক্রমিক ১৬, ১৭, ২১, ২৫ ও ৩২ এবং উপ-ধারা (৫) ও (৬) (যে ক্ষেত্রে কারাদণ্ডের সর্বোচ্চসীমা ২ বছর) যুক্ত করা হয়েছে।

এছাড়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর ধারা ৩৯ ও ধারা ৪২ এর উপ-ধারা (১) মোবাইল কোর্ট আইনের তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব ধারায় কোকেন, হেরোইন, ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ‘ক’ তফসিলের মাদকদ্রব্য সেবন বা ব্যবহারসহ বিভিন্ন অপরাধের জন্য ৩ মাস থেকে সর্বোচ্চ ২ বছরের সাজার বিধান রয়েছে।

আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২ বছরে বেশি সাজা দেওয়া যায় না।