প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি নতুন মডেলের আইফোন এনেছে অ্যাপল

নতুন মডেলের আইফোন এনেছে অ্যাপল

১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে আইফোনপ্রেমীদের প্রত্যাশা পূরণ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানটি।

আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকের চোখে এবারের নতুন তিনটি আইফোনের ডিজিইন আইফোন এক্সের মতো। তবে এতে বিভিন্ন ফিচারের কারণে দামের পার্থক্য রয়েছে। আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্সে ওএলইডি ডিসপ্লে থাকলেও আইফোন এক্সআরে থাকবে এলসিডি ডিসপ্লে।

আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্সের ডিসপ্লে সাইজ যথাক্রমে ৫ দশমিক ৮ ও ৬ দশমিক ৫ ইঞ্চি এবং ৪৫৮ পিপিআই ও এলইডি এইচডিআর ডিসপ্লে। এক্সআর ফোনটি ৬ দশমিক ১ ইঞ্চি এজ-টু-এজ এলসিডি ডিসপ্লে। নতুন এই এলসিডি ডিসপ্লের নাম রাখা হয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে। তিনটি মডেলের আইফোনে এসেছে অ্যাপলের নতুন এ১২ বায়োনিক চিপ। এ১২ বায়োনিক চিপে থাকছে সর্বাধুনিক সাত ন্যানোমিটার আর্কিটেকচার। ২১ সেপ্টেম্বর থেকে এক্সএস ও এক্সএস ম্যাক্সে এবং ২৬ অক্টোবর থেকে বিশ্বের ৫০টি দেশে আইফোন বিক্রি শুরু হবে।