প্রচ্ছদ হেড লাইন ধর্ষিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

ধর্ষিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

গণধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শনিবার সকাল সাতটায় গুলশান থেকে বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতারা নোয়াখালীর উদ্দেশে ঢাকা ছাড়বেন।শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে  এ তথ্য জানান।শামসুদ্দিন দিদার জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনগত রাতে ধানের শীষে ভোট দেওয়ায় গণধর্ষণের শিকার ওই নারীর খোঁজখবর নিতেই নেতারা সেখানে যাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল,  আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারা নোয়াখালীতে যাচ্ছেন। সেখানে চিকিৎসাধীন নির্যাতনের শিকার ওই নারীকে দেখে স্থানীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নেতারা।স্বজনদের অভিযোগ থেকে জানা যায়, রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০-১২ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।পরে এ ঘটনায় সোমবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে সুবর্ণচরের চরজব্বার থানায় মামলা করেন। এ মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি সোহেলসহ এ পর্যন্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।