প্রচ্ছদ আর্ন্তজাতিক দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়ে ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন কিম

দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়ে ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন কিম

দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন নর্থ কোরীয় নেতা কিম জং উন। সোমবার বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। চিঠিটি খুবই ইতিবাচক এবং উষ্ণতাপূর্ণ বলে জানান তিনি।

তবে বৈঠকের সময় সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি বিবৃতিতে । ধারণা করা হচ্ছে আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠকে বসতে পারেন দুই নেতা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে দুই নেতার মধ্যে নতুন সম্মেলন আয়োজনের জন্য সময় খুঁজছে।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, ওই ‘আন্তরিক চিঠি’তে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি যে চলমান তা প্রকাশ পায়।

স্যান্ডার্স বলেন, ‘ওই চিঠির প্রাথমিক উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নতুন বৈঠকের জন্য অনুরোধ ও সময় বের করা, যা আমরা করতে আগ্রহী এবং ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।’

তবে ঠিক কখন এই দুই নেতার মধ্যে পরবর্তী সম্মেলন অনুষ্ঠান হবে সে বিষয়ে তারা এখনো কিছু জানায়নি।

গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকের পর নর্থ কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা প্রাথমিকভাবে সফল হলেও পরবর্তীকালে নর্থ কোরিয়া প্রতিশ্রুতি মানছে না অভিযোগ করে নিজের অবস্থান থেকে সরে আসার কথা বলেন ট্রাম্প।