প্রচ্ছদ আজকের সেরা সংবাদ দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব : প্রধানমন্ত্রী

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব : প্রধানমন্ত্রী

দলমত নির্বিশেষে সব মানুষের জন্য বর্তমান সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি শুধু এটুকু বলব যে আমরা সকলের তরে, সকলের জন্য আমরা কাজ করব।’

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ৩০ ডিসেম্বরের বিজয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের, জনগণের।’ তাই যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সুষম উন্নয়নে কাজ করে যাবে সরকার।’

বেলা ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতি সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরান তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কাজ শুরু হয়। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে রায় জনগণ দিয়েছে এ রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। এটা আমাদের মনে রাখতে হবে। নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করা আমাদের কর্তব্য। বিজয় পাওয়া যত কঠিন, সে বিজয় রক্ষা করে জনগণের সেবা করা আরো কঠিন কাজ। সে কঠিন দায়িত্ব আমরা পেয়েছি। এ দায়িত্ব আমাদের সর্বান্তকরণ দিয়ে পালন করতে হবে। সেটাই আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই।’