প্রচ্ছদ আর্ন্তজাতিক তুরস্কে মার্কিন দূতাবাসে গুলি চালিয়ে হামলা

তুরস্কে মার্কিন দূতাবাসে গুলি চালিয়ে হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়েছে। হামলায় দূতাবাসের একটি নিরাপত্তা কেবিনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় আজ সোমবার এই ঘটনা ঘটে।

এক মার্কিন যাজকের গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। আরোপ করা হয়েছে পাল্টাপাল্টি অবরোধ ও শুল্ক আরোপ। এমতাবস্থায় এই হামলা পরিস্থিতি আরো খারাপ দিকে টেনে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবারের ঘটনা নিয়ে একজন পুলিশ কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় সকাল ৫টার দিকে একটি চলন্ত গাড়ি থেকে এই গুলি চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঈদুল আযহা উপলক্ষে এই সপ্তাহে দূতাবাস বন্ধ থাকার কথা রয়েছে। এর আগেই এই হামলা চালানো হয়।

সিএনএন তুর্ক জানিয়েছে, হামলাকারী একটি সাদা রঙের গাড়িতে করে পালিয়েছে। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। সব মিলিয়ে চার থেকে পাঁচটি গুলি ছোড়ার আওয়াজ শোনা গেছে। -আল জাজিরা