প্রচ্ছদ আর্ন্তজাতিক তুরস্ককে আর্থিকভাবে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

তুরস্ককে আর্থিকভাবে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

কুর্দ অঞ্চলে হামলা চালালে তুরস্ককে আর্থিকভাবে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার এই হুমকি দিয়ে আঙ্কারাকেও কোন ভাবে প্ররোচিত না করতে কুর্দদের প্রতি আহবান জানান ট্রাম্প।

টুইটারে ট্রাম্প বলেছেন, তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেব যদি কুর্দদের উপর হামলা চালায়। তবে এটাও চাই না কুর্দরাও কোন ভাবে তুরস্ককে প্ররোচিত করুক।

প্রসঙ্গত, সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে চলা আইএস দমন অভিযানে সর্বাগ্রে ছিল কুর্দ অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ। ট্রাম্পের সেনা সরানোর ঘোষণায় আমেরিকার উপর দৃশ্যতই ক্ষুব্ধ হয়ে উঠে আঙ্কারা।