প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম বিভাগ তফসিল ঘোষণা: চট্টগ্রামে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

তফসিল ঘোষণা: চট্টগ্রামে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বলেন,  জনগণকে নিরাপত্তা দিতে চাই। ২০১৩-১৪ সালে যেভাবে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেরকম কোনও নৈরাজ্য বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের মূল কর্তব্য। সেই কর্তব্য কাজের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।এছাড়াও চট্টগ্রাম জুড়ে নাশকতা ঠেকানোর সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নগরের বন্দর ভবনের সামনে,  ইপিজেড মোড়,  অলংকার মোড়,  জিইজি মোড়,  আগ্রাবাদ,  বহদ্দারহাট, কাজীর দেউরীসহ বিভিন্ন এলাকায় র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামে যাতে কোনও গোষ্ঠী নাশকতা করতে না পারে সেজন্য র‌্যাব সতর্ক অবস্থায় রয়েছে।