প্রচ্ছদ রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না : বাণিজ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি বসে আছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না। ওদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপির নেতারা বলতেছে, খালেদা জিয়াকে মুক্ত করে ইলেকশন করবে। খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি হিসেবে বন্দি। আদালত যদি তাঁকে মুক্তি দেয়, দিতে পারে। আর যদি মুক্তি না দেয় আমাদের কিছু করার নাই।’

‘তবে আগামী জাতীয় নির্বাচনে তারা আসুক বা না আসুক নির্বাচন কিন্তু থেমে থাকবে না এবং বিএনপি জামায়াতের এমন কোনো শক্তি নাই যে তারা নির্বাচন বানচাল করতে পারে’, যোগ করেন প্রবীণ এই রাজনৈতিক নেতা।

আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের গুইংঘারহাট বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম মাতব্বর এতে সভাপতিত্ব করেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে অর্থনীতি ধ্বংস করেছেন। বলেছিলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আর খালেদা জিয়া জেলখানায়।’

পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।