প্রচ্ছদ জাতীয় ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানী ঢাকা ও এর আশেপাশে কয়েকটি এলাকায় যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া এ পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি, আগারগাঁ এবং ঢাকার মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আমিনবাজার ও আশুলিয়ার আশপাশে এই অসুবিধা তৈরি হয়েছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জিটিসিএল সিস্টেম ডিপার্টমেন্ট অপারেশন বিভাগের (উত্তর) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতে আজ পুরো দিন লাগতে পারে। রোববার হয়তো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।