প্রচ্ছদ রাজনীতি ড. কামালকে শেখ সেলিমের চ্যালেঞ্জ

ড. কামালকে শেখ সেলিমের চ্যালেঞ্জ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আপনি যেকোন দেশের জায়গায় নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের যেকোন কর্মীর কাছে জামানত হারাবেন। বঙ্গবন্ধু ছিলেন বলে আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন।

আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দিননাথ হাইস্কুল মাঠে রঘুনাখপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ সেলিম।

এসময় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারকে পাগলের ইশতেহার উল্লেখ করে শেখ সেলিম বলেন, কি পাগল, চিন্তা করলে হাসবেন। সেনাবাহিনী ও পুলিশ বাদে সরকারি চাকরিতে নাকি কোন বয়সসীমা থাকবে না।  

শেখ সেলিম আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারেক জিয়াসহ পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে। খালেদা জিয়ার তো কেবল দুইটি মামলায় সাজা হয়েছে, আরো মামলা আছে, ওইসব মামলায়ও খালেদার সাজা হবে।

রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিটু প্রমুখ বক্তব্য রাখেন।