প্রচ্ছদ আর্ন্তজাতিক ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ছয়, আহত ১৬

ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ছয়, আহত ১৬

ডেনমার্কের জিল্যান্ড ও ফুনেন দ্বীপের মধ্যে সংযোগস্থাপনকারী একটি ব্রিজে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেলওয়ে কোম্পানি ড্যান্সকে স্ট্যাটসব্যানার(ডিএসবি)।

স্থানীয় সময় বুধবার সকাল আটটার দিকে গ্রেট বেল্ট ফিক্সড লিংকে একটি মালবাহী ট্রেন যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

কোপেনহেগেনগামী ট্রেনটিতে ১৩১ জন যাত্রী এবং তিনজন কর্মী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডিআর।

এতে প্রকাশিত খবরে বলা হয়, নিবোর্গ শহরের কাছাকাছি অবস্থিত ব্রিজটির ফুনেন দ্বীপ সংলগ্ন অংশে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সেখান থেকে সহায়তা পাওয়ার জন্য সংঘর্ষে জড়িয়ে পড়ে ভুক্তভোগীরা।

একটি তীব্র ঝড়ের কারণে ট্রেনটিতে থাকা মানুষের কাছে জরুরি সেবা পৌঁছে দেয়া কঠিন হয়ে পড়েছে। পুলিশ বলছে, ব্রিজটি ট্রেন ও যেকোনো ধরনের যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।