প্রচ্ছদ জাতীয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা শেষ করার তাগিদ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা শেষ করার তাগিদ

ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা শেষ করে ফল ঘোষণা করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সাধারণত নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত বিভিন্ন স্কুল-কলেজ বার্ষিক পরীক্ষা হয়ে থাকে। এবার পরীক্ষা নেয়া এবং ফল প্রকাশের সময় কমিয়ে আনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী বলেছেন, নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার সব কাজ শেষ করতে হবে।

প্রাথমিক এবং মাধ্যমিক স্কুুলের শিক্ষকদের নির্বাচনী কাজে যুক্ত থাকতে হয়। সেজন্য শিক্ষকদের কথা ভেবেও পরীক্ষা এবং ফল প্রকাশের কাজটি আগে-ভাগে শেষ করার সিদ্ধান্ত এসেছে। বার্ষিক পরীক্ষা স্কুলগুলো নিলেও সময় ঠিক করে দেয় শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী আরও বলেছেন, পরীক্ষা এগিয়ে আনার নির্দেশনা এরই মধ্যে বোর্ডগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে।