প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেস নামের একটি ট্রেনের বাগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের আগেই এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ডাউন ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন ও পাওয়ার কারের লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের ইঞ্জিনটি সম্পূর্ণ লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ে।

সংবাদ পেয়ে উদ্ধারকারী ট্রেন খুলনা থেকে রওনা দিয়েছে বলে জানান তিনি।

গোলাম মোস্তফা বলেন, রিলিপ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগবে। তারপর উদ্ধার কাজ শুরু হবে। শনিবার সকালে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে জানান তিনি।

এ ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।

অপরদিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী যাত্রীবাহী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি যশোর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।