প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ট্রেন ছাড়ছে দেরিতে

ট্রেন ছাড়ছে দেরিতে

ঈদ উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। আজ রোববার ঈদ উপলক্ষে যাঁরা তৃতীয় দিনের অগ্রিম টিকেট কিনেছিলেন, তাঁদের যাত্রার তারিখ। কিন্তু যাঁরা টিকেট পাননি, তাঁরাও এসেছেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে।

আজ রোববার সকালে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে। এর মধ্যে বেশিরভাগ ট্রেনই এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। কয়েকটি ট্রেন অবশ্য সময়মতোই ছেড়ে গেছে।

সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, অন্য দুদিনের চেয়ে আজকে যাত্রীর সংখ্যা বেশি। একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছানোমাত্রই হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেনে উঠছে। সবার হাতেই ব্যাগ। যাঁরা টিকেটে আসন পাননি, তাঁরা ট্রেনের বগির ভেতরে দাঁড়িয়ে যাচ্ছেন অথবা উঠে পড়ছেন ছাদে। এই গরমে স্টেশনে বসে থাকতে বা ট্রেনের ভেতরে থাকতে কষ্ট হচ্ছে বলে জানান যাত্রীরা।

যাঁরা টিকেট পাননি, তাঁদের একটি অংশ চেপে বসেছে ট্রেনের ছাদে। প্রায় সব ট্রেনেই যাত্রীতে ঠাসাঠাসি। তারপরও যাত্রীরা চেষ্টা করছেন ট্রেনে ওঠার। জানালায় পা রেখে অনেকে ট্রেনের ছাদে উঠছেন। কেউ বা পরিবারের অন্য সদস্যদের জানালা দিয়ে ট্রেনের ভেতরে পাঠাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা অভিযোগ করেছেন, তাঁদের ট্রেন দেরিতে আসছে। জানা গেছে, দিনাজপুরের চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ১০টা পর্যন্ত স্টেশনে দাঁড়ানো ছিল। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সোয়া ১০টা পর্যন্ত সেটি স্টেশনেই প্রবেশ করেনি।

এর আগে দিনের প্রথম আন্তনগর ট্রেন রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় দেড় ঘণ্টা দেরিতে। খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে সকাল ৮টা ৫০ মিনিটে।

অন্যদিকে, লালমনিরহাটগামী ঈদ স্পেশাল ট্রেনটি সকাল সোয়া ৯টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি সোয়া ১০টা পর্যন্ত স্টেশনে আসেনি। যথারীতি এক ঘণ্টা থেকে পৌনে দুই ঘণ্টা দেরি করেছে রংপুর এক্সপ্রেস ও দিনাজপুর অভিমুখী একতা এক্সপ্রেস।

২২ আগস্ট বুধবার সারা দেশে একযোগে ঈদুল আজহা উদযাপিত হবে। ২১ আগস্ট পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।