প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ ট্রেনের র‌্যাগ পরিবর্তন না করার প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

ট্রেনের র‌্যাগ পরিবর্তন না করার প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

বখতিয়ার ঈবনে জীবন,ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ চিলাহাটি-ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের র‌্যাগ পরিবর্তন না করার প্রতিবাদে গতকাল বুধবার রাত ৯ টায় নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে ষ্টেশনে বিক্ষুপ্ত এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় তারা চিলাহাটি রেলগেটে রেললাইনের উপর আগুন জালিয়ে প্রায় ২ ঘন্টা ট্রেন অবরোধ করে রাখে। অপর দিকে ওই দিনে সকাল ১১ টায় চিলাহাটি চৌরাস্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমা- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি’র নেত্রিত্বে মানববন্ধনের আয়োজন করা হয়। আয়োজিত মানববন্ধরন বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতি লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রাজিব চৌধুরী, আব্দুর রাজ্জাক সরকার, ছাত্রলীগ নেতা রাজিব হোসেন প্রমূখ। বক্তারা বলেন, চিলাহাটি -ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেন চলাচল করছে। কিন্তু একটি গোষ্ঠির চক্রান্তে রেলবহরে সংযুক্ত বগি বদলী করে নি¤œমানের বগি সংযুক্ত করার চক্রান্ত চলছে। ওই চক্রান্ত বন্ধ করে নতুন আরেকটি ঢাকাগামি ট্রেনের দাবি জানান তারা।