প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ৫ম শ্রেনীর ছাত্র নুরুন্নবী হত্যা মামলার রায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.বি.এম মাহমুদুল হক এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- জয়পুরহাট সদর উপজেলার আরজী গ্রামের নুর আলম ও নওগাঁর বদলগাছী উপজেলার গোদাগাড়ী গ্রামের মাহবুব আলম।

মামলার বিবরনে জানা যায়, সদর উপজেলার ধলাহার আলিয়া মাদ্রাসার ছাত্র নুরুন্নবী ২০০৭ সালের ২ নভেম্বর রাতে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন ওই মাদ্রাসার পিছন থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নুরুন্নবীর পিতা বাদী হয়ে নুর আলম ও মাহবুব আলমকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।