প্রচ্ছদ আইন আদালত জামিনে মুক্ত নিপুণ রায় চৌধুরী

জামিনে মুক্ত নিপুণ রায় চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং দলটি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারী মো. শাহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ নভেম্বর নাশকতার মামলায় রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সঙ্গীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দিলেও নিপুণ রায়কে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী মেয়ে।