প্রচ্ছদ আইন আদালত জামিনের মেয়াদ বাড়ল খালেদা জিয়ার

জামিনের মেয়াদ বাড়ল খালেদা জিয়ার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়ে ১৯ জুলাই করা হয়েছে। একই সঙ্গে আগামী রবিবার পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেছেন আদালত।

খালেদার আইনজীবীদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। ওইদিন থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন। পরে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে গত ১২ মার্চ চার মাসের জামিন দেন হাইকোর্ট। যা আজ (১২ জুলাই) শেষ হয়েছে।

এরপর এদিন আদালতে খালেদার পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সেই আবেদন মঞ্জুর করে ১৯ জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন।