প্রচ্ছদ রাজনীতি জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় ফখরুলের শোক

জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় ফখরুলের শোক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গাড়ি বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪২ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ভারতের কাশ্মীরে রক্তাক্ত হামলায় সিআরপিএফের সদস্যদের প্রাণহানির ঘটনায় আমি গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি।

তিনি বলেন, সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। বোমা হামলায় আহতদের সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় শ্রীনগর-জম্মু মহাসড়কে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ির আঘাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে সেনাবাহী একটি বাসে। এতে মৃত্যু হয় সেনা সদস্যদের। জম্মু-কাশ্মীরে স্বাধীনতার পর এত বড় সন্ত্রাসবাদী হামলা এর আগে হয়নি।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ।