প্রচ্ছদ জাতীয় ঘূর্ণিঝড় তিতলি: সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় তিতলি: সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে উপকূলীয় ১৯ জেলার সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।ত্রাণমন্ত্রী বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুতও রাখা হয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানা যায়, ঘূর্ণিঝড় তিতলি আজ সকালে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা রাজ্যের সমুদ্র উপকূলে আঘাত হানে। এতে এখন পর্যন্ত দুইজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।মৃতরা হলেন রাজ্যটির শ্রীকাকুলাম জেলার সরুবুজ্জিলি গ্রামের মুড়ল্লা সুরিয়া রাও(৫৫) এবং থুড়ি অপ্পলা নরসম্মা(৬২)।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের ডিজি (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বারী চৌধুরী।